সংক্ষিপ্ত আলোচনা

State-wise Folk Dances in India - ভারতের রাজ্যভিত্তিক লোকনৃত্যের তালিকা - সম্পূর্ণ চার্ট সহ দেখুন!

Dec 31, 09:26 PM

Written by Suvojit Sutradhar

নমস্কার বন্ধুরা 🙏, তোমরা জানো যে, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় তার বিভিন্ন লোক ও ধ্রুপদী নৃত্যরূপের মাধ্যমে। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী সেই অঞ্চলের ইতিহাস, ধর্ম, উৎসব, জীবনযাপন ও সামাজিক ভাবনার প্রতিফলন। ভরতনাট্যম, কথক, ওডিশি, মণিপুরি, কুচিপুড়ি থেকে শুরু করে বিহু, গর্বা, ভাংরা, ছৌ— প্রতিটি নৃত্যই ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের পরিচয় বহন করে।
SSC, WBCS, WBPSC, WBP, UPSC ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন রাজ্যের নৃত্য নিয়ে প্রশ্ন খুবই সাধারণ। সেই কারণে এই ব্লগে ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের গুরুত্বপূর্ণ নৃত্যরূপগুলো সহজ টেবিল ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে, যাতে দ্রুত রিভিশন ও পরীক্ষার আগে সহজেই ঝালাই করা যায়।

 

📚 ভারতের রাজ্যভিত্তিক নৃত্য তালিকা

লোকনৃত্য প্রতিটি রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং জনগণের জীবনধারার প্রতিফলন। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সম্পর্কে বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো -

 

ক্রম নং রাজ্য প্রধান নৃত্য
01 পশ্চিমবঙ্গ ছৌ, বাউল, কীর্তন, ঝুমুর, ঢালি, যাত্রা, গম্ভীরা, মহল, ভাটিয়ালী
02 অসম বিহু, সত্রীয়া, খেল গোপাল, কোঙ্গালি, রাসলীলা, বাগরুম্বা
03 মণিপুর রাসলীলা, মণিপুরি, কাবুই, থাঙ্গ-তা, খামবা থোইবী, নুপা, জাগোই
04 মেঘালয় লাহো, নংক্রেম (ডংক্লেম), শাদ শুক মিসিম
05 নাগাল্যান্ড রংমা, বাঁশ নৃত্য,
06 মিজোরাম চেরাও (বাঁশ নৃত্য), খুয়াল্লাম, সাইলাম, চেরোকান, খানাতম নৃত্য
07 ঝাড়খণ্ড ছৌ, সরহুল, ফাগুয়া, মুন্ডারি, বরাও, পাইকা, হুন্টা
08 গুজরাট গর্বা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাভাই
09 বিহার যাতা যতিন, ঝিঝিয়া, কাজারি, করমা, ধোবিয়া, জোগিয়া, ঝিঝিয়া, পাইকা ঝুমিড়ি
10 হিমাচল প্রদেশ ঝোড়া, ঝালি, ছাড়ি, নাটি, কায়াঙ্গা
11 কর্ণাটক যক্ষগান, হাত্তারি, সুগ্গি, কুনিথা, লাম্বাদি
12 মহারাষ্ট্র তামাশা, লেজিম, লাভনি, দাহিকালা, গাফা
13 ওড়িশা ওডিশি, সাভারি, ছৌ, ঘুমুর, রনপা, মহারি
14 কেরালা কথাকলি, মোহিনীয়াট্টম, কাইকোটিকালি, থেইয়াম, তুল্লাল
15 পাঞ্জাব ভাংরা, ঝুম্মার, গিদ্ধা, ধামাল, ডাফ
16 রাজস্থান ঘুমার, কালবেলিয়া, গঙ্গৌর, ঝুমার, ঝুলন লীলা, তেরতালি
17 হরিয়ানা দাফ, ধামাল, খোরিয়া, মাজিরা, ঝুমার, ফাগ নৃত্য
18 তামিলনাড়ু ভরতনাট্যম, কুম্মি, করাগাট্টম, ওয়েলাট্টম, মাইল্যাট্টম, শিলামভট্টম
19 উত্তরপ্রদেশ কথক, নটংকি, রাসলীলা, কাজরি, চাপেলি, ঝুলা, রাই, দিওয়ারি
20 ত্রিপুরা হোজাগিরি, ল্যেবাঙ্গ, ডেলো, বোমানী, হাই-হাক
21 উত্তরাখণ্ড কাজরি, রাসলীলা, চাপেলি, ঘারওয়ালি, সাড়ো, হারুল, টান্ডি, লাংভির, ছোপাতি
22 গোয়া ফুগদি, মন্ডি, দেখনি, মরুলেম, জগোড়
23 মধ্যপ্রদেশ মাটকি, আহির, ফুলপতি, মুড়িয়া, ফুল-পাত্তি নৃত্য, বিলমা, ল্যাহাঙ্গায় নৃত্য
24 অরুণাচল প্রদেশ বার্ডি, পপির, পঙ, তাপ্পু, যুদ্ধ নৃত্য
25 সিকিম সিংকি, চুকুরি, চু-ফট, মারুনি, সিকমারি, ইয়াক চাম, ডেঞ্জঙ
26 অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, কুম্মি, দাপ্পু, গোব্বি, বোনালু, বিছুয়া, সিদ্ধি মাধুরি
27 ছত্তিশগড় পান্থি, কাপালিক, ভাগমতি, টাপালি, ঝুমার, পান্ডোয়ানি
28 জম্মু ও কাশ্মীর রাউফ, হিকাত, দমালি, হেমিস গম্পা, চাকি
29 লাদাখ সোন, বালতি, জ্যাব্রো, শোনদোল, কোশান
30 দামান ও দিয়ু মান্দো, ব্রিহা, ভেরদিগাও
31 পুদুচেরি গারাডি
32 লক্ষদীপ কোল্কালী, লাভা

 

📝 প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Static GK ভিত্তিক MCQs অনুশীলন

 

আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন যত্নসহকারে তৈরি করা Static GK practice sets –এর মাধ্যমে, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় প্রতীক, গুরুত্বপূর্ণ দিবস, ভারতীয় রাজনীতি, ইতিহাস, ভূগোলসহ আরও অনেক বিষয়। এই প্রশ্নগুলো প্রস্তুত করা হয়েছে UPSC, SSC, WBCS, NDA, CDS, Railways, পুলিশ ও বিভিন্ন রাজ্য PSC পরীক্ষার সর্বশেষ প্রবণতা অনুযায়ী

 


Start Static GK Practice

 

❓ Frequently Asked Questions (FAQs)

 

1️⃣ পশ্চিমবঙ্গের প্রধান লোকনৃত্য কোনগুলি?

পশ্চিমবঙ্গের প্রধান লোকনৃত্য হলো ছৌ, বাউল, কীর্তন, ঝুমুর, ঢালি, যাত্রা ও গম্ভীরা। এগুলি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং WBCS ও WBPSC পরীক্ষায় বিশেষ গুরুত্ব পায়।

 

2️⃣ গুজরাট রাজ্যের জনপ্রিয় নৃত্য কোনগুলি?

গুজরাট রাজ্যের জনপ্রিয় নৃত্য হলো গর্বা ও ডান্ডিয়া রাস

 

3️⃣ ভারতের লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্যের মধ্যে মূল পার্থক্য কী?

লোকনৃত্য সাধারণ মানুষের জীবন, উৎসব ও আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে যুক্ত, যেমন বিহু, ভাংরা, গর্বা। অন্যদিকে ধ্রুপদী নৃত্য শাস্ত্রীয় নিয়ম, ভঙ্গি ও নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেমন ভরতনাট্যম, কথক ও ওডিশি।

 

4️⃣ বাঁশ নৃত্য (Bamboo Dance) কোন কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

চেরাও (বাঁশ নৃত্য) মিজোরাম রাজ্যের সঙ্গে যুক্ত এবং নাগাল্যান্ডেও বাঁশ নৃত্য প্রচলিত।

 

5️⃣ কোন নৃত্যটি উত্তর ভারতের সঙ্গে যুক্ত?

কথক নৃত্যটি উত্তর ভারতের সঙ্গে যুক্ত এবং এটি ভারতের অন্যতম প্রধান ধ্রুপদী নৃত্যরূপ।

 

🔔 ExamYog -এর গ্রুপে যোগ দিন প্রতিনিয়ত আপডেট থাকার জন্যে

প্রতিনিয়ত আপডেট থাকার জন্যে আমাদের Telegram, WhatsApp, Facebook, YouTube, ও Instagram গ্রুপে যোগ দিন, যেখানে প্রতিদিন ফ্রি PYQ, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ও স্টাডি নোটস দেওয়া হয়। পরীক্ষার প্রস্তুতিতে নিয়মিত গাইডেন্স ও আপডেট থাকতে হলে এখনই যোগ দিন-
ExamYog - তোমার Mock Test -এর প্রধান সাথী।

 

 

📩 কোনো পরামর্শ আছে?

ExamYog সম্পূর্ণ ভাবে ASPIRANTS কথা ভেবে তৈরি করা হয়েছে তাই আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি কোনো সাজেশন বা পরামর্শ থাকে, তাহলে নিচের লিঙ্কে Click করে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের প্ল্যাটফর্মকে আরও উন্নত করতে সাহায্য করবে।

 

 

Suvojit Sutradhar

updating soon

8 Likes

Views: 48

Copy Link to Share

MORE BLOGS